মিরপুরে সরকারি কোয়ার্টারে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ

মিরপুরে সরকারি কোয়ার্টারে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ

ঢাকা, ৩০ এপ্রিল (জাস্ট নিউজ) : রাজধানীর মিরপুরে ‘সরকারী বাঙলা কলেজে’র পাশে সরকারি কলোনির একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় খবর পেয়ে কলোনির সি টাইপ কোয়ার্টারের চতুর্থ তলার বাসা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার দুই মেয়ে হাবিবা তাসমীন হিমি (৯) ও হাদিবা (২)। নিহতদের শরীরের গলায় কাটা চিহ্ন রয়েছে। এছাড়া জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাদেরকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো ঘটনা রয়েছে- এ ব্যাপারে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।

নিহত মা জেসমিন আক্তার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। জেসমিনের স্বামী হাসিবুল ইসলাম। তিনি জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ শাখার ড্রাফটসম্যান।

দারুস সালাম জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যার পর খবর পেয়ে চারতলার ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। গৃহকর্তা হাসিবুল ইসলাম মাগরিবের নামাজের জন্য বাইরে গিয়েছিলেন।

(জাস্ট নিউজ/একে/২২০৭ঘ.)