মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে নিহত স্ত্রী, স্বামী ছেলেসহ আহত ৪

মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে নিহত স্ত্রী, স্বামী ছেলেসহ আহত ৪

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে সেলিনা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই নারীর ভ্যানযাত্রী স্বামী ও ভ্যানচালক ছেলেসহ চারজন।

মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর উপজেলার আলোকদিয়া বাজার মসজিদের সামনের পাগু খাঁর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামের আলেপ আলীর স্ত্রী। এ ঘটনায় একই সময়ে আহত হয়েছেন স্বামী আলেপ, ভ্যানচালক ছেলে রাকিব (১৮), শালিকা গ্রামের শমসের খাঁর ছেলে মোটরসাইকেল আরোহী শিপন খাঁ (২৫) ও মোটরসাইকেলের অপর আরোহী ইমন (২০)।

স্থানীয়রা জানান, অসুস্থ স্বামী আলেপ আলী কবিরাজবাড়ি থেকে চিকিৎসা নিয়ে ছেলের ভ্যানে বাড়ি ফিরছিলেন সেলিনা। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে দ্রুত বেগের একটি মোটরসাইকেলের সংঘর্ঘে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলার ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া সেলিনাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী শিপন খাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আলেপ, রাকিব ও ইমনকে মধুপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনা তদন্তে পুলিশ টিম পাঠানো হয়েছে।