বিএনপির সমাবেশের দিন সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

বিএনপির সমাবেশের দিন সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

সিলেটে আগামী শনিবার বিএনপির গণসমাবেশকে সামনে রেখে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধসহ কয়েকটি দাবিতে সিলেটের বাস মালিক সমিতি শনিবার ধর্মঘটের ডাক দেয়। এ ছাড়া মৌলভীবাজার পরিবহন শ্রমিক সমিতি শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে।

সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির জানান, শনিবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সিলেটে বাস ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজন, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ, নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই ধর্মঘট।

তবে সিলেটে ধর্মঘটের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন সিলেট বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।

অপরদিকে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি ফজলুর রহমান জানিয়েছেন, বাস টার্মিনাল স্থাপন, সিএনজিচালিত অটোরিকশা রেজিস্ট্রেশন বন্ধ রাখা ও অটোরিকশার গেট লাগানোর দাবিতে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।

গত কয়েকদিন ধরে পরিবহন সংশ্লিষ্টরা সিলেটে ধর্মঘট করার ‘ইঙ্গিত’ দিয়ে আসছিলেন। এ নিয়ে ঢাকা ও সিলেটে দফায় দফায় বৈঠক করা হয়। ইজতেমা ও চলমান পরীক্ষার কথা বিবেচনা করে বিএনপির সমাবেশের আগে ও সমাবেশের দিন ধর্মঘট না দেওয়ার পক্ষেই মতামত দেন সংশ্লিষ্টরা। কিন্তু বুধবার সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ বলেন, সিলেটে একটি পরিবহন সংগঠনের অফিসে বৈঠক করে ধর্মঘটের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু তারপরও বাস মালিক সমিতি জোর করে ধর্মঘট দেয়।