ডেঙ্গুতে এ বছর মৃত্যু বেশির কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে এ বছর মৃত্যু বেশির কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর

দেশে বর্তমানে ডেঙ্গুর চারটি সেরোটাইপ একসঙ্গে সক্রিয়। যাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। তাই জটিলতা এড়াতে জ্বর আসা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

দেশে ডেঙ্গুর ব্যাপক প্রকোপ দেখা দেয়, ২০০০ সালে। ওই বছর প্রাণ হারান ৯৩ জন। প্রচার-প্রচারণা ও জনসচেতনতায় মাঝে বেশকিছু বছর তেমন প্রাদুর্ভাব ছিল না ডেঙ্গুর। তবে, ২০১৮ সালে বাড়তে থাকে রোগী। মৃত্যু হয় ২৬ জনের। পরের বছর সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হন। মারা যান, রেকর্ড ১৭৯ জন।

এবার প্রাণহানির সব রেকর্ড ভেঙে ১৮ নভেম্বর পর্যন্ত ২১৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন, ৫১ হাজার ৪৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর বলছে, ডেঙ্গুর চারটি ধরন একসাথে সক্রিয় থাকায়, এবার এত মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুর সংক্রমণ এখন প্রায় সারা বছরই থাকবে। তাই মশা নিধন কার্যক্রম বছরজুড়েই চলমান রাখতে হবে।

জটিলতা এড়াতে জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা।