ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঢাকা-মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে রাজেন্দ্রপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোসাইন শেখ (২৪) ও ইমন (১৯)। তারা পৃথক দুটি ট্রাক চালকের সহযোগী। এ ঘটনায় সোহেল মণ্ডল (৩২) নামে এক চালক আহত হয়েছেন।

বুধবার হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম জানান, একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে সেটি মেরামতের জন্য চালক ও সহযোগী রাস্তায় বসে কাজ করছিলেন। তখন পেছন দিক থেকে আরেকটি ট্রাক এসে সজোরে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, সহযোগী আর ঘাতক ট্রাকটির চালকের সহযোগী গুরুতর আঘাত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাকটির চালক পলাতক।

তিনি আরো জানান, হোসাইন শেখের বাবার নাম কালাম শেখ। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামে। আর ইমনের বাবার নাম জামাল হোসেন। তার বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত সোহেল মণ্ডল জানান, তিনি ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার সহযোগী ছিলেন হোসাইন। রাজেন্দ্রপুর আসার পর ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে তারা চাকা পাল্টানোর কাজ করছিলেন। এ সময় পেছন থেকে ওই ট্রাকটি এসে তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।