ইইউ'র সঙ্গে অংশীদারত্ব সহযোগিতা চুক্তিতে সম্মত ঢাকা-ব্রাসেলস

ইইউ'র সঙ্গে অংশীদারত্ব সহযোগিতা চুক্তিতে সম্মত ঢাকা-ব্রাসেলস

ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে ঢাকা ও ব্রাসেলস।

ঢাকা-ব্রাসেলসের প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার (২৪ নভেম্বর)। আলোচনার টেবিলে ইস্যুও তাই অনেকগুলো। যেখানে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চলমান অর্থনৈতিক ও জ্বালানি সংকট, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি। সঙ্গে আরও থাকছে ভূরাজনৈতিক পরিস্থিতিও।

আর ব্রাসেলসের আগ্রহ, সর্ম্পককে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশের সঙ্গে করতে চায় অংশিদারিত্ব সহযোগিতা চুক্তি। যার ভিত্তি হচ্ছে মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র।

ইইউ'র শীর্ষ নীতি নির্ধারক ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিকে মোরার দাবি, বাংলাদেশের অগ্রগতি ও ভূরাজনৈতিক অবস্থানের কারণে তাদের আগ্রহ বেড়েছে। ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশের অগ্রগতি এবং ভূরাজনৈতিক অবস্থানের কারণে চুক্তির আগ্রহ বেড়েছে তাদের।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আমরা যদি দুদেশের ব্যবসায়ীক গ্রুপটাকে নিরাপদ রাখতে পারি তাহলে ব্যবসা-বাণিজ্য থেকে এ অঞ্চলের মানুয়ের উন্নতি হবে।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থানে নিজের সন্তুষ্টির কথাও জানান এনরিকে।