১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের ধারে কাছে যাবে না আ.লীগ: কাদের

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের ধারে কাছে যাবে না আ.লীগ: কাদের

গণসমাবেশকে ঘিরে ১০ ডিসেম্বর জনদুর্ভোগ সৃষ্টি না করতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপির গণসমাবেশের ধারে কাছেও যাবে না। 

দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে আজ সোমবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণসমাবেশের ধারে-কাছেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাবে না। তবে গণসমাবেশে কোনো জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।’

বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো উস্কানি দেবেন না। বিশৃঙ্খলা করলে খবর আছে, এদেশের মানুষকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আপনাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠ ছেড়ে দেয়নি।’

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাড়ি তো ঠাকুরগাঁওয়ে। সমাবেশ কাকে বলে তা আজকে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সমাবেশে দেখে যান। আপনারা কথায় কথায় বলেন, আপনাদের সমাবেশে ঢল নেমেছে, তরঙ্গ নেমেছে। কিন্তু ঢল কাকে বলে, নদী আর সাগরের তরঙ্গ কাকে বলে তা আজকে দিনাজপুরে এসে আপনি দেখে যান। আপনারা সমাবেশের ৩ দিন আগে থেকে হাড়ি-পাতিল, বিছানা-বালিশ নিয়ে নাটক শুরু করেন। সেই নাটকের অংশ থাকে মশার কয়েল।’

তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে খেলা হবে। এবার খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে।’

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি’র সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ও শাজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি এডভোকেট সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি ও এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি।