বাগেরহাটে বাস খাদে পড়ে চালক নিহত, আহত ২০

বাগেরহাটে বাস খাদে পড়ে চালক নিহত, আহত ২০

বাগেরহাট, ৭ মে (জাস্ট নিউজ): বাগেরহাটের ফকিরহাটে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

সোমবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালক রইস মোল্লার (৪০) বাড়ি গোপালগঞ্জ জেলার চরগোবড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি নৈশকোচ ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৈশকোচের চালক রইস মোল্লার লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে ওসি জানান।

ওসি আজিজুল হক আরো বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি এখনো খাদের পানিতে ডুবে আছে। বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

(জাস্ট নিউজ/এমআই/১০২২ঘ)