চারদিনের সফরে বাংলাদেশ আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা কেট ফটোভেট

চারদিনের সফরে বাংলাদেশ আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা কেট ফটোভেট

চারদিনের সফরে বাংলাদেশ আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস অব গ্লোবাল উইমেন ইস্যুজ বিষয়ক শীর্ষ কর্মকর্তা কেট ফটোভেট। জানুয়ারির ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবার পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের এক মিডিয়া নোটে বলা হয়েছে, আগামী শনি এবং রবিবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন কেট ফটোভেট।

জানুয়ারির ২৩ তারিখে ঢাকায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কর্মকর্তা। বৈঠকে বাংলাদেশ এবং এশিয়া অঞ্চলে নারী, শান্তি এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

বৈঠকের বাইরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ব্রাক পরিচালিত বাল্য বিবাহ বন্ধ এবং দক্ষতা তৈরি বিষয়ক একটি যৌথ প্রকল্পের উদ্বোধন করবেন কেট ফটোভেট।