ব্যাংকিং সংকট আশঙ্কা হ্রাসের পরই উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

ব্যাংকিং সংকট আশঙ্কা হ্রাসের পরই উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

বৈশ্বিক আর্থিক ব্যবস্থার ওপর চাপ কমাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ব্যাংক ও নিয়ন্ত্রকরা। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে ধুঁকতে থাকা আঞ্চলিক ছোট আকারের ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে অন্যান্য ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে ক্রেডিট সুইস ব্যাংকে ৫৪ বিলিয়ন ডলার সাহায্য দেয় সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকও সাহায্য পেয়েছে। এতে শুক্রবার (১৭ মার্চ) সকালে বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে সংকটের আশঙ্কা কমে।

তবে বিকেলেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিনিয়োগকারীরা। কারণ, আমেরিকার শেয়ারবাজারে মন্দা বিরাজ করে। ফলশ্রুতিতে ব্যবসায়ীরা মনে করেন, ব্যাংকিং সেক্টরে এখনও ঝুঁকি রয়েছে।

মার্কিন পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করছে। ডো জোন্স সূচক কমেছে শূন্য দশমিক ৬৩ শতাংশ।এসঅ্যান্ডপির পতন হয়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশ। আর নাসডাক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ।

তবে ইউএস ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। সেই সঙ্গে স্বর্ণের দাম বেড়েছে। কিন্তু ডলারের তেজ হ্রাস পেয়েছে।

তবে এশিয়ার শেয়ারবাজার চড়া হয়েছে। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের এমএসসিআই’র ব্রডেস্ট সূচক বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। নিক্কেই বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। আর চায়না ব্লুচিপস ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ।

ফলে পশ্চিমা অর্থনীতিতে ঝুঁকি থেকেই যাচ্ছে। ফলে ব্যবসায়ীরা মনে করছেন, নমনীয় মুদ্রানীতি গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সুদের হার তুলনামূলক কম বাড়াতে পারে তারা।