আর আওয়ামী লীগে জায়গা হবে না, আমীর-উল ইসলামের উদ্দেশে আবদুন নূর

আর আওয়ামী লীগে জায়গা হবে না, আমীর-উল ইসলামের উদ্দেশে আবদুন নূর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা অপমান করে ও হত্যার হুমকি দেয়, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশ এ দাবি জানানো হয়।

সমাবেশে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর–উল ইসলামের সমালোচনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূর বলেন, ‘আর কোনোদিন আওয়ামী লীগের আঙিনায় আপনার জায়গা হবে না—এটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বলছে।’

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের দেওয়া এমন বক্তব্য গতকাল বুধবার আপিল বিভাগের নজরে আনেন এম আমীর-উল ইসলাম। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গত রোববার শেখ ফজলে নূর তাপস ওই মন্তব্য করেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে গত মঙ্গলবার একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আপিল বিভাগে তুলে ধরেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য আমীর-উল ইসলাম।

এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের দেওয়া হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বেলা দেড়টার দিকে সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে সমবেত হন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘যারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অপমান করে ও হত্যা করার হুমকি দেয়, আমাদের দাবি—তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। গ্রেপ্তার করে আইন অনুসারে তাদের দ্রুত বিচার চাই।’

এরপর সমিতি ভবনে মিছিল করে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সমিতি ভবনের সামনে নিচে সমবেত হন। আমীর–উল ইসলামের উদ্দেশে মো. আবদুন নূর বলেন, ‘…চুয়াত্তর সালে একবার চিনেছিলাম।...বঙ্গবন্ধু শেখ মুজিব যাকে চিনেছেন, বঙ্গবন্ধুর মেয়েও তাকে চিনেছেন। ১/১১ নামার পরে কী করেছিল, আপনাদের কী মনে আছে? ফাইল ফেরত দিয়েছিলেন, তিনি শেখ হাসিনার মামলা করতে পারবেন না।’ তিনি বলেন, ‘আমাদের নেতা শেখ ফজলে নূর তাপস কার সম্পর্কে কথা বলেছেন? এস কে সিনহা (সাবেক প্রধান বিচারপতি) সম্পর্কে। এস কে সিনহা আর উনি (আমীর–উল ইসলাম)—ওনারা তো দুই বন্ধু।’ আবদুন নূর আরও বলেন, ‘শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে যে কটূক্তি করবে, তার ক্ষমা আমাদের অভিধানে নেই।’