রাবি ভর্তি পরীক্ষা : আরও ৪টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

রাবি ভর্তি পরীক্ষা : আরও ৪টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের চাপ মোকাবিলায় রাজশাহীগামী পশ্চিমাঞ্চল রেলওয়ের আরও ৪টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে পাবনা-রাজশাহী-পাবনা রেল সড়কে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস, খুলনা-রাজশাহী-খুলনা সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটির ২৯ মে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির ৩০ মে এবং রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির ৩১ মে ও ১ জুনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও কপোতাক্ষ ট্রেনের একটি অতিরিক্ত কোচ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৯, ৩০ এবং ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় ৩ লাখ মানুষ রাজশাহী আসবেন।