নতুন রেকর্ডের সামনে রোনালদো

নতুন রেকর্ডের সামনে রোনালদো

ঢাকা, ২১ মে (জাস্ট নিউজ) : রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এই মুহূর্তে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে তা বিশ্ব ফুটবলে আর কারও নেই। ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতলেই রিয়াল তারকার মুকুটে যুক্ত হবে এক অনন্য পালক।

ইতিমধ্যে পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন সিআরসেভেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারবার। ২৬ মে ইউক্রেনের কিয়েভে রোনালদোর রিয়াল মুখোমুখি হবে লিভারপুলের। আর সেই মহাম্যাচে জিততে পারলেই রোনালদো বিশ্ব ফুটবলে নতুন নজির সৃষ্টি করবেন। প্রথম ফুটবলার হিসেবে পাঁচবার ব্যালন ডি অর ও পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড রোনালদোর নামের পাশে লেখা থাকবে।

ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ রোনালদো জিতেছিলেন ম্যাঞ্চেস্টারের হয়ে। আর ২০০৮ সালে ম্যাঞ্চেস্টারে থাকার সময়ই প্রথম ব্যালন ডি অর পুরস্কার জেতেন। রিয়ালে থাকাকালীন ইউরোপের বর্ষসেরা ফুটবলার হন চারবার। স্প্যানিশ জায়ান্ট’র হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনবার।

(জাস্ট নিউজ/এমআই/১০৩৫ঘ.)