এ হত্যা অবিলম্বে বন্ধ করুন: শাহদীন মালিক

এ হত্যা অবিলম্বে বন্ধ করুন: শাহদীন মালিক

ঢাকা, ২৩ মে (জাস্ট নিউজ) : আইন অনুমোদিত প্রক্রিয়ায় চলমান মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’। বুধবার সংগঠনের পক্ষ থেকে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে শাহদীন মালিক বলেন, ‘এই হত্যা চলতে থাকলে আমরা সম্পূর্ণ আইনের শাসনবিহীন ও গণতন্ত্রহীন দেশে পরিণত হবে। অপরাধ, বিশেষত মাদক সংক্রান্ত অপরাধ অবশ্যই দমন করতে হবে। গণতান্ত্রিক দেশে এটা হতে হবে আইন অনুমোদিত প্রক্রিয়ায়। এ হত্যা অবিলম্বে বন্ধ করুন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘গত কয়েক দিনে মাদক দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। প্রতিটি দেশেই অপরাধ হয় এবং অপরাধের পর মামলা রুজু করে তদন্ত করে অভিযুক্তকে বিচারে সোপর্দ করা হয়। আদালতের সামনে স্বাক্ষী-প্রমাণ উপস্থাপন করা হয়। আদালত সন্তুষ্ট হলে অভিযুক্তকে দোষী সাবস্ত করে এবং আইনে নির্ধারিত শাস্তি প্রদান করে। আইনের শাসন ও গণতন্ত্রের উপরে উল্লেখিত মূলকথা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নিচ্ছে, কে অভিযুক্ত, কার দোষ প্রমাণিত হয়েছে, কি শাস্তি হবে অর্থাৎ মৃত্যুদন্ডের শাস্তি তথাকথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে কার্যকর করছে।’

(জাস্ট নিউজ/একে/২১২৯ঘ.)