অ্যামনেস্টির রিপোর্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর প্রশ্ন

অ্যামনেস্টির রিপোর্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর প্রশ্ন

ঢাকা, ২৩ মে (জাস্ট নিউজ) : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সম্প্রতি প্রকাশিত রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন- তারা এতদিন বলেনি, এখন বলছে কেন? আমার মনে হচ্ছে অ্যামনেস্টির কোনো উদ্দেশ্য আছে। এটি চলমান রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পড়বে বলে মনে করেন না পররাষ্ট্র মন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভারত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার মন্ত্রীর কাছে এক সাংবাদিক অ্যামনেস্টির রিপোর্টের প্রতিক্রিয়া জানতে চান। গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের রিপোর্টে দাবি করেছে- আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি দুটি গ্রামে অন্তত ৯৯ জন হিন্দু রোহিঙ্গাকে হত্যা করেছে। অ্যামনেস্টির ওই প্রতিবেদনে এ-ও বলা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরসা’র আতঙ্কজনক এই আক্রমণের কারণে মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নিধনযজ্ঞকে সার্বিকভাবে অনুসরণ করেছে।

এ বিষয়ে মাহমুদ আলী বলেন, মিয়ানমারের জেনারেলরা আগে অভিযোগ করে বলেছে, বাসায় ব্যবহৃত দা ও ম্যাচেটি নিয়ে রোহিঙ্গারা সীমান্ত পুলিশ ফাঁড়িতে আক্রমণ করেছে। তাদের এ দাবি এটি অবাস্তব বলে দুনিয়ার কেউ বিশ্বাস করেনি।

(জাস্ট নিউজ/একে/২৩১০ঘ.)