বাসের আগাম টিকিট বিক্রি শুরু

বাসের আগাম টিকিট বিক্রি শুরু

ঢাকা, ৩০ মে (জাস্ট নিউজ) : আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বুধবার ভোর ৬টা থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সড়ক, মহাসড়কের অবস্থা ও বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে এবার আগে থেকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।

নাড়ির টানে বাড়ি ফিরতে কাঙ্খিত গন্তব্যের টিকিট সংগ্রহ করার জন্য ভোর থেকেই বাস কাউন্টারগুলোতে ভিড় জমিয়েছেন টিকিটপ্রত্যাশীরা। সকালে বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারের সামনে আগাম টিকিট কিনতে নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা গেছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, আজ প্রথম দিন বিক্রি হচ্ছে ৭ জুন যাত্রার টিকিট।

প্রসঙ্গত, রাজধানীর তিনটি বাস টার্মিনাল সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল করে থাকে। এদিকে, ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ১ জুন থেকে।

(জাস্ট নিউজ/এমআই/১৪০৮ঘ.)