সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জ, ২ জুন (জাস্ট নিউজ) : জেলার সয়দাবাদ স্টেশনের কাছে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপারসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের ঝিকরগাছা থানার নবীনগর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ট্রাক চালক আরিফ (২৫) ও একই গ্রামের বাশারের ছেলে হেলপার দিপু (২২)।

আহতদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার দমকল বাহিনীর সদস্যরা জানায়, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস স্টেশন এলাকায় ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং অন্তত ২৫ জন আহত হয়। হাসপাতালের নেয়ার পর আরো একজন মারা যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/০৯৩১ঘ.)