টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে আবারো বিপৎসীমা ছাড়িয়েছে সুনামগঞ্জের নদনদীর পানি

টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে আবারো বিপৎসীমা ছাড়িয়েছে সুনামগঞ্জের নদনদীর পানি

দুই দফা বন্যার রেশ না কাটতেই আবারো টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদনদী ও হাওরের পানি। বিপৎসীমার ওপর বইছে সুরমা, যাদুকাটা কুশিয়ারাসহ সবকটি নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, শুক্রবার (১২ জুলাই) সকালে সুনামগঞ্জে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে দিয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের ১০০ মিটার ও দুর্গাপুর এলাকা বন্ধ রয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের সরাসরি যানচলাচল।

এদিকে আবারো বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরের বড়পাড়া, শান্তিবাগ, পশ্চিম হাজীপাড়াসহ অনেক এলাকায়। আর
পাহাড়ি ঢলের পানিতে ভোগান্তিতে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ছাতকসহ ৬ উপজেলার নিম্নাঞ্চলের কয়েক লক্ষাধিক মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গেল কয়েকদিন সুনামগঞ্জ ভারী বর্ষণেই বেড়েছে সুরমাসহ সবকটি নদীর পানি। চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলেও পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে আরও বাড়তে পারে নদীর পানি।