গুলশান থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণে চুক্তি স্বাক্ষর

গুলশান থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণে চুক্তি স্বাক্ষর

ঢাকা, ৩ জুন (জাস্ট নিউজ) : ভারতের লারসেন এন্ড টুব্রো এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি রবিবার গুলশান থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১৯ কিমি মেট্রো রেল নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকার ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা মেট্রোর প্যাকেজ ০৭ এর অধীনে গুলশান-মতিঝিল মেট্রো রেল নির্মাণ প্রকল্পটি এমআরটি লাইন-৬ হিসিবে পরিচিত। এই পকল্পের ব্যয় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটির অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।

চুক্তি অনুসারে এ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ট্র্যাক নির্মাণ কাজ, বিদ্যুতায়ন সিস্টেম, সিগন্যালিং সিস্টেম, স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহের ব্যবস্থা ইত্যাদি।

ঢাকা মেট্রো (এমআরটি লাইন ৬) গুলশান থেকে ঢাকার মতিঝিল এলাকায় ১৮.৯ কিলোমিটার দূরত্বে ১৬টি স্টেশনসহ নির্মাণ করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(জাস্ট নিউজ/একে/২২১৯ঘ.)