বিআরটিসির ডিপোতে আগুন, পুড়ে গেছে ১০ বাস

বিআরটিসির ডিপোতে আগুন, পুড়ে গেছে ১০ বাস

ঢাকা, ৯ জুন (জাস্ট নিউজ) : রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে আগুন লেগেছে। এ ঘটনায় পাঁচটি দোতলা বাস ও একটি পরিত্যক্ত বাসসহ বিআরটিসির মোট ১০টি গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। আবার কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানাতে পারেননি তিনি।

এদিকে বিআরটিসি চেয়ারম্যান ডিপো পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এ সময় তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের সেবায় বিআরটিসির এ অগ্নিকাণ্ডে কোনো অসুবিধা হবে না।

(জাস্ট নিউজ/এমআই/১০০৫ঘ.)