নরসিংদীতে নৌকায় বজ্রপাত, নিহত ৩

নরসিংদীতে নৌকায় বজ্রপাত, নিহত ৩

নরসিংদী, ১২ জুন (জাস্ট নিউজ) : নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে একটি নৌকায় বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এ এ আহত হয়েছেন আরো ৭ জন। মঙ্গলবার বিকালে উপজেলার নলবাটা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-সদর উপজেলার আলোকবালী গ্রামের চাঁন মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৫), একই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও মনা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫)।

আহতরা হলেন-রুবেল (২০), সানাউল্লাহ (২৫), ভুট্টো (৩২), কুতুব উদ্দিন (২৬), জাবের (২৫), আলম (১৫) ও ফরহাদ (২৫)।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহি একটি নৌকা নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে নলবাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ এ বজ্রপাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং নারীসহ নৌকার নয় যাত্রী আহত হয়।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(জাস্ট নিউজ/একে/১৮৪৬ঘ.)