চট্টগ্রাম সিটি মেয়র নাছিরকে আদালত অবমাননার নোটিশ

চট্টগ্রাম সিটি মেয়র নাছিরকে আদালত অবমাননার নোটিশ

চট্টগ্রাম, ২৫ জুন (জাস্ট নিউজ) : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ আটজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ। কর্ণফুলী নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে সোমবার এ নোটিশ পাঠান তিনি।

মনজিল মোরসেদ জানান, কর্ণফুলী নদীর তীরে অবৈধ দখল নিয়ে ২০১০ সালে মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের পে রিট করা হয়। রিটের চূড়ান্ত শুনানি করে হাইকোর্ট ১১ দফা নির্দেশনা দেন। নির্দেশনায় ৯০ দিনের মধ্যে বিবাদীদের নদীর জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ করা, জলাধার সংরক্ষণ আইনের ৫,৮,৬ (ঙ)১৫ ধারার বাস্তবায়ন করতে নির্দেশ দেন।

২০১৬ সালের ১৬ আগস্টের ওই রায়ের অনুলিপি বিবাদীদের কাছে পাঠানো হলেও এখন পর্যন্ত কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে আটজনকে নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে আদালতের রায় অনুসারে কর্ণফুলী নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানিয়েছেন মনজিল মোরসেদ।

(জাস্ট নিউজ/একে/১৯২৭ঘ.)