স্বেচ্ছাসেবক পরিচয়ে কেন্দ্রে যুবকদের প্রবেশ, বিশৃঙ্খলা

স্বেচ্ছাসেবক পরিচয়ে কেন্দ্রে যুবকদের প্রবেশ, বিশৃঙ্খলা

গাজীপুর, ২৬ জুন (জাস্ট নিউজ) : টঙ্গীর নোয়াগাঁও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ কেন্দ্রের ভেতরে বিশৃঙ্খলা শুরু হয়। নির্দেশনা অনুযায়ী ৪০০ গজ এলাকার ভেতরে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। কিন্তু সাড়ে ৯টার দিকে নিজেদেরকে স্বেচ্ছাসেবক দাবি করে একদল যুবক কেন্দ্রে প্রবেশ করে। তারা সহযোগিতার নামে কেন্দ্রের ভেতরে গিয়ে হট্টগোল সৃষ্টি করে। এই অবস্থায় কে ভোটার আর কে ভোটার না তা বোঝার উপায় নেই।

বিষয়টি গণমাধ্যমের নজরে এলে পুলিশকে জানানো হয়। পুলিশ তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এছাড়া একজন কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়। এই অবস্থায় ওই কেন্দ্রের ভোটাররাও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

তারা বলছে, শুরুটা শান্তিপূর্ণ হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে।

(জাস্ট নিউজ/এমআই/০৯৫৩ঘ.)