জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

গাজীপুর, ২৬ জুন (জাস্ট নিউজ) : জাল ভোট দেয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাসেমপুরের ৫নং ওয়ার্ডের বাগবাড়ী হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রেখেছে। কিছুক্ষণের মধ্যেই ভোটগ্রহণ শুরু হবে বলে জানা গেছে।

কাউন্সিলর প্রার্থী দবির উদ্দিন সরকার ও সোরহাব উদ্দিন সরকার প্রার্থীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিন জানান, কেন্দ্রের একটি কক্ষে এক কাউন্সিলর প্রার্থীর লোকজন প্রবেশ করে সিল মারার চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কেন্দ্রের ভেতরে থাকা ভোটারসহ সবাইকে বের করে দেয়ায় কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত রয়েছে। বর্তমানে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১২২৫ঘ.)