ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী

ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিপর্যস্ত রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে দু’দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। সোমবার রাত ৯টার কাছাকাছি সময়ে বিশেষ বিমানে চড়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তুর্কি প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা জানান। সেখানে তাকে স্ট্যাট্রিক গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দুই দেশের কূটনীতিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট রোহিঙ্গা-বোঝা লাঘবে অব্যাহতভাবে রাজনৈতিক এবং মানবিক সহায়তা প্রদানে তুরস্কের অঙ্গীকারের বিষয়টি পূণব্যক্ত করবেন তিনি।

কর্মকর্তারা বলছেন, তুর্কি সরকার প্রধানের সফরে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিস্ট সব বিষয়েই আলোচনা হবে।

(জাস্ট নিউজ/একে/২৩১১ঘ.)