রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পিকআপচালকের মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পিকআপচালকের মৃত্যু

ঢাকা, ২৮ জুন (জাস্ট নিউজ) : রাজধানীর কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কামরুল ইসলাম (২৬) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চালকের সহকারী।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম (২৬) শরীয়তপুরের জাজিরার আব্দুর রহমানের ছেলে। রফিক সপরিবারে রাজধানীর লালবাগ এলাকার রহমতগঞ্জে থাকতেন। আহত ব্যক্তির নাম রফিক। সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রফিক জানান, ময়মনসিংহে একটি ট্রিপ নামিয়ে ফিরছিলেন তারা। ভোর ৫টার দিকে কুড়িল বিশ্বরোডে চা পান করতে নামেন কামরুল। এসময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রফিক বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে কামরুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনা টের পেয়ে ছিনতাইকারীদের প্রতিহত করতে এগিয়ে এসে সহকারী রফিকও তাদের বেধরক মারধরের শিকার হন।

এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান রফিক।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, কামরুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১০৫৪ঘ.)