গাজীপুর সিটি নির্বাচনে ৪৬ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে: ইউডব্লিউজি

গাজীপুর সিটি নির্বাচনে ৪৬ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে: ইউডব্লিউজি

ঢাকা, ২৮ জুন (জাস্ট নিউজ) : মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৬ দশমিক ৫ শতাংশ ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

৪২৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি পুরো ৫৭ টি ওয়ার্ডের ১২৯ টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে অনিয়মের ঘটনা আছে ১৫৯ টি কেন্দ্রে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে এসব জানানো হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন (গসিক) নির্বাচন নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির পরিচালক ড. মো. আব্দুল আলীম। তিনি বলেন, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)’র যেসব ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে সেগুলোর ৪৬ দশমিক ৫ শতাংশ কেন্দ্রে ১৫৯ টি নির্বাচনী অনিয়মের ঘটনা ঘটেছে, এসব অনিয়মের বেশিরভাগই দুপুরে হয়েছে।

এসব অনিয়মের মধ্যে রয়েছে জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের ভেতরে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোট কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তির অবস্থান।

(জাস্ট নিউজ/এমআই/১৩৪৭ঘ.)