বৃটিশ মন্ত্রী ও জাতিসংঘ দূত ঢাকায় আসছেন আজ

বৃটিশ মন্ত্রী ও জাতিসংঘ দূত ঢাকায় আসছেন আজ

ঢাকা, ২৯ জুন (জাস্ট নিউজ) : জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সফরের আগেই ঢাকা আসছেন বৃটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।

শুক্রবার বাংলাদেশ সফর শুরু করবেন তারা।

বৃটিশ মন্ত্রীর সফরটি তিন দিনের হলেও মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত লি’র সফরটি হবে ১০ দিনের। তারা উভয়ে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে নিযুক্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে তাদের মতবিনিময় হবে।

বৃটিশ মন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও তাদের কথা হবে।

উল্লেখ্য, ৩০ জুন রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকা আসছেন। রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে তাদের সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১০৪০ঘ.)