সাভারে কলেজছাত্র-ইমামসহ নিখোঁজ ৩

সাভারে কলেজছাত্র-ইমামসহ নিখোঁজ ৩

ঢাকা, ১৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাজধানীর উপকণ্ঠে সাভার-আশুলিয়ায় কলেজছাত্র ও মসজিদের ইমামসহ তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে তিন দিনেও সন্ধান না মেলায় নিখোঁজদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

আশুলিয়ার আনোয়ার হোসেন রিপন জানান, তার ছেলে শরীফ হোসেন (১৮) আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত তিন দিন ধরে সে নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আশুলিয়ার আড়াগাঁও এলাকায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।

এদিকে সাভারের শাহীবাগ বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ইব্রাহিম খলিল (২৭) গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। বন্ধ রয়েছে তার মোবাইল নম্বরও। নিখোঁজ হওয়ায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ ছাড়া গত রোববার একই এলাকা থেকে স্থানীয় গার্মেন্টস শ্রমিক শাকিল মিয়া (২৩) নিখোঁজ রয়েছেন। তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে খোঁজ করছেন।

এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দুই থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

(জাস্ট নিউজ/জেআর/১৬০০ঘ.)