এবার বন্ধ হলো কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়কের ফেসবুক আইডি!

এবার বন্ধ হলো কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়কের ফেসবুক আইডি!

ঢাকা, ৪ জুলাই (জাস্ট নিউজ) : হামলা মামলার পর এবার বন্ধ করে দেওয়া হলো কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসানের ফেসবুক আইডি।

বুধবার ভোর থেকে আইডিতে ঢুকতে পারছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসান আল মামুন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান ও নুরুল হক নূর। তাঁদের মধ্যে রাশেদ খান ও ফারুক হাসান গ্রেফতার হয়েছেন।

অন্যদিকে নুরুল হক নূর আহত অবস্থায় চিকিৎসাধীন। এতে আন্দোলনের নেতৃত্বের ভার পড়ে হাসান আল মামুনের ওপর। তার ওপর সরকারের চাপ ও ছাত্রলীগের হুমকি থাকায় তিনি আত্মগোপনে থেকে ফেসবুকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। এ অবস্থায় তার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যায় বলে জানান হাসান আল মামুন।

হাসান আল মামুন বলেন, ‘আজ ভোরবেলায় আমার আইডি ডিজেবল হয়ে গেছে। আমি ফেসবুকে ঢুকতে পারছি না। গ্রেপ্তার আতঙ্কে থানায় গিয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করতে পারছি না।

(জাস্ট নিউজ/এমআই/১৬৩০ঘ.)