১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবেন কোটা সংস্কার কমিটি

১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবেন কোটা সংস্কার কমিটি

ঢাকা, ৮ জুলাই (জাস্ট নিউজ) : আগামী ১৫ দিনের মধ্যেই কোটা সংস্কারের বিষয়ে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন কোটা সংস্কার কমিটির সদস্যরা।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটির প্রথম বৈঠকের পর কমিটির মুখপাত্র ও যুগ্ম সচিব আবুল কাশেম মহিউদ্দিন এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকে সভাপতিত্ব করেন।

কোটা সংস্কারের জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে আহ্বায়ক করে ২ জুলাই রাতে সাত সদস্যের সচিব কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব আকতারী মমতাজ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।

(জাস্ট নিউজ/এমআই/১৩২০ঘ.)