কক্সবাজারে ডুবে ৩ ছাত্রের মৃত্যু, নিখোঁজ দুই

কক্সবাজারে ডুবে ৩ ছাত্রের মৃত্যু, নিখোঁজ দুই

কক্সবাজার, ১৪ জুলাই (জাস্ট নিউজ) : কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্থানীয় একটি স্কুলের তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয়েছে আরও দু'জন।

শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, মৃত ও নিখোঁজ সবাই মাতামুহুরী নদী সংলগ্ন চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র।

এ পাঁচ ছাত্র হলো দশম শ্রেণির মো. সাঈদ, আমিনুল হোসেন, মো. ফারহান, তূর্য ভট্টাচার্য্য এবং অষ্টম শ্রেণির সোহারাব হোসেন। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম জানা যায়নি।

স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি বখতিয়ার বলেন, পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের কিছু শিক্ষার্থী স্কুলের পাশে ফুটবল খেলে। বিকেল ৫টার দিকে এদের মধ্যে ছয়জন খেলার মাঠের পাশে মাতামুহুরী নদীতে গোসলে নামে। এদের মধ্যে একজন কূলে উঠতে সক্ষম হলেও নদীর স্রোতে ভেসে যায় পাঁচজন। পরে চকরিয়া ফায়ার সার্ভিসকর্মীরা তিনজনের লাশ উদ্ধার করেন।

বাকি নিখোঁজদের সন্ধানে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান ওসি বখতিয়ার।

(জাস্ট নিউজ/একে/২০৪০ঘ.)