উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে নিহত ৫

উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে নিহত ৫

ঢাকা, ১৬ জুলাই (জাস্ট নিউজ) : কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, সোমবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ট্রানজিট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা টুটুল বলেন, বাঁশবোঝাই ট্রাকটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটো অটোরিকশা ও কয়েকটি রিকশার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

টুটুল আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বড় বড় গর্ত থাকায় বাঁশবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে টমটম ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে টমটম ও অটোর পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

(জাস্ট নিউজ/জেআর/১১০৫ঘ.)