মাদকবিরোধী অভিযান: ২ মাসে নিহত ২ শতাধিক

মাদকবিরোধী অভিযান: ২ মাসে নিহত ২ শতাধিক

ঢাকা, ১৮ জুলাই (জাস্ট নিউজ) : মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, গত ১৫ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ২০২ জন নিহত হয়েছেন।

সংস্থাটির নির্বাহী পরিচালক শিফা হাফিজার মতে এটি নজিরবিহীন ঘটনা।

মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, এত মানুষকে এত অল্প সময়ে হত্যার নজির আর নেই। ভয়ঙ্কর, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। আমরা সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। দায়ীদের বিচারের আওতায় আনা উচিত।

তিনি বলেন, এ অভিযানটি বড় প্রশ্নের মুখে পড়ে ২৬ মে টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে একটি অডিও প্রকাশের পর। এতেই আসলে বেরিয়ে আসে বন্দুকযুদ্ধের নামে কী ঘটছে।

(জাস্ট নিউজ/এমআই/১০০৮ঘ.)