নওগাঁয় এক নারীর ৬ সন্তান প্রসব, উৎসুক জনতার ভিড়

নওগাঁয় এক নারীর ৬ সন্তান প্রসব, উৎসুক জনতার ভিড়

ঢাকা, ২১ জুলাই (জাস্ট নিউজ) : নওগাঁ সদর হাসপাতালে মৌসুমী আক্তার নামে এক প্রসূতির ৬টি মৃত সন্তান প্রসব করেছে। গর্ভধারণের ৪ মাসের মধ্যেই শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে শত শত উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

মৌসুমীর স্বামী রানা জানান, ২০১০ সালে নওগাঁর মান্দা উপজেলার ভরোট্র কাঠেরডাঙ্গা গ্রামের ফজের আলীর মেয়ে মৌসুমীর সাথে তার বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের কোন সন্তান হয়নি। গত এপ্রিল মাসে তার স্ত্রীর পেটে সন্তান আসে। স্থানীয় ডাক্তারের পরামর্শে নওগাঁ একটি ডায়াগনিস্টিক সেন্টারে আলট্রাসোনোগ্রাম করার পর জানতে পারেন তার স্ত্রীর পেটে ৬টি সন্তান রয়েছে। এরপর থেকে গাইনী ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ করে গত শুক্রবার বিকেলে তার স্ত্রী মৌসুমী অসুস্থ হয়ে পড়ে এবং সন্ধ্যার দিকে নওগাঁ শহরের খাস নওগাঁয় মৌসুমীর স্বামী রানার বাসায় একটি মৃত সন্তান প্রসব করে।

তিনি আরও জানান, এরপরই মৌসুমীকে শুক্রবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আজ শনিবার সকাল ৯টার দিকে আরো ৫টি মৃত সন্তান প্রসব করেন। সন্তানদের বয়স প্রায় ৪ মাস হয়েছে বলে জানান তিনি।

(জাস্ট নিউজ/জেআর/১৪৫০ঘ.)