হামলাকারী ছাত্রলীগের বিচার দাবিতে ঢাবিতে গণপদযাত্রা বিকালে

হামলাকারী ছাত্রলীগের বিচার দাবিতে ঢাবিতে গণপদযাত্রা বিকালে

ঢাকা, ২২ জুলাই (জাস্ট নিউজ) : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে রোববার বিকেলে গণপদযাত্রা করবেন শিক্ষার্থীরা।

আজ বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হবে।

কর্মসূচি থেকে দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ, ছাত্রলীগের হামলায় আহতদের সুচিকিৎসা এবং হামলাকারীদের বিচারের দাবি জানানো হবে।

আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ, পেজ এবং তাদের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আজকের কর্মসূচি সামনে রেখে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ফেসবুক গ্রুপে ব্যাপক প্রচার চলছে।

শনিবার সেখানে ‘কোটা সংস্কার চাই’ ফেসবুক পেজ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে লেখা হয়েছে- সমাবেশে অংশগ্রহণের জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন। রোববার দিনটি আমাদের জন্য টার্নিং ডে। সব ভয়কে জয় করে বেলা ৩টার মধ্যে সবাই রাজু ভাস্কর্যের আশপাশে থাকুন।

(জাস্ট নিউজ/জেআর/১২১০ঘ.)