ঘুষের টাকাসহ আটক দুই প্রকৌশলী জেল হাজতে

ঘুষের টাকাসহ আটক দুই প্রকৌশলী জেল হাজতে

লালমনিরহাট, ২৭ জুলাই (জাস্ট নিউজ) : লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে ঘুষের এক লাখ চল্লিশ হাজার টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক কুড়িগ্রাম জেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই প্রকৌশলীকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তারা হলেন— নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাতে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকের কাছে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপন করার নামে ঘুষ বাবদ চল্লিশ হাজার টাকা নেয়ার সময় তাদের আটক করে দুদক। পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে আরো এক লাখ টাকা জব্দ করে দুদক টিম। দুদক রংপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক মোজাহার আলী সর্দারের নেতৃত্বে এই অভিযান চালনো হয়েছে। পরে আটক ২ প্রকৌশলীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

(জাস্ট নিউজ/একে/১৮৬৩ঘ.)