রাতে জাপানে আঘাত হানছে ভয়ঙ্কর টাইফুন ‘জংদারি’

রাতে জাপানে আঘাত হানছে ভয়ঙ্কর টাইফুন ‘জংদারি’

ঢাকা, ২৮ জুলাই (জাস্ট নিউজ) : এশিয়ার দেশ জাপান একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাতে অনেকটাই এলোমেলো হয়ে গেছে। দেশটিতে রেকর্ড বর্ষণে বন্যা ও টানা কয়েকদিনের তাপদাহে প্রাণহানি ঘটে বহু মানুষের। এরপর এবার ঘন্টায় ১৮০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে জাপান উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন ‘জংদারি’।

এ ব্যাপারে জাপান আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শক্তিশালী টাইফুনটি শনিবার রাতে বা রবিবার প্রথম প্রহরে আঘাত হানতে পারে।

পূর্বাভাস দিয়ে অধিদফতর জানিয়েছে, ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ, ভূমিধস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে তীব্র বেগে বয়ে যাওয়া বাতাস জানমালের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এখন পর্যন্ত উপকূলের লোকজনকে সরে যাওয়ার কোনো বার্তা না দিলেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরইমধ্যে অন্তত দেড়শ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

আকু ওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যাডাম দৌতি জানিয়েছেন, আঘাতের পর টাইফুনটি জাপান উপকূল অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে যাবে।

(জাস্ট নিউজ/এমআই/১৫৩৭ঘ.)