বরিশালে আ.লীগ ছাড়া সব মেয়র প্রার্থীর ভোট বর্জন

বরিশালে আ.লীগ ছাড়া সব মেয়র প্রার্থীর ভোট বর্জন

বরিশাল, ৩০ জুলাই (জাস্ট নিউজ) : এবার সিপিবি ও বিসিসি নির্বাচনকে সম্পূর্ন অগ্রহযোগ্য দাবি করে ভোট বর্জন করল।

সোমবার বেলা ১টায় তারা বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ডাক দিয়ে পুনঃ নির্বাচনের দাবি জানান। এর ফলে ৬ মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনই ভোট বর্জন করল।

এর আগে বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার, বাসদের মনিষা চক্রবর্তী, ইসলামী ঐক্যজোটের মাঃ ওবায়েদুর রহমান ও জাতীয় পার্টি এরশাদ-এর বহিস্কৃত ইকবাল হোসেন তাপস নির্বাচন বর্জন করে।

সিপিবির প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বর্জনের কথা ঘোষণা করেন। এরপর তারপক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান।

তাদের দাবি, ভোটগ্রহন শুরুর অধা ঘন্টার মধ্যেই চরম নৈরাজ্য ও কারচুপি শুরু হয়। সিপিবির বর্জনের ফলে নির্বাচনী মাঠে এখন একা রইল আওয়ামী লীগ।

(জাস্ট নিউজ/এমআই/১৪১৪ঘ.)