ভারত-বাংলাদেশ সীমান্তে রেড এলার্ট জারি

ভারত-বাংলাদেশ সীমান্তে রেড এলার্ট জারি

কলকাতা, ৩০ জুলাই (জাস্ট নিউজ) : স্বাধীনতা দিবসের আগে জেএমবি হামলার আশঙ্কায় ভারত-বাংলাদেশ সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে এমন বার্তা পেয়েই রেড এলার্ট জারি করেছে ভারত সরকার।

গোয়েন্দারা জানতে পেরেছে, সীমান্ত পেরিয়ে ভারতে হানা দিতে পারে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। এই তথ্য জানার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সীমান্তে নজরদারিও বাড়ানো হয়েছে। আগামী ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস। তার আগে হামলার আশঙ্কার খবর পেয়ে সরকারও উদ্বিগ্ন।

সম্প্রতি উত্তর প্রদেশের নয়ডা থেকে ধৃত দুই বাংলাদেশি জেএমবি জঙ্গীকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছে বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। এই দুই জঙ্গীকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে গোয়েন্দারা টানা জেরা করছেন বলে জানা গেছে।

এদিকে মালদহ, কুচবিহার ও উত্তর ২৪ পরগণা সীমান্তে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিএসএফ নজরদারি চালাচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(জাস্ট নিউজ/একে/২০৩৯ঘ.)