দেশের ‘রোগমুক্তির’ জন্য জাতীয় ঐক্য চান ড. কামাল

দেশের ‘রোগমুক্তির’ জন্য জাতীয় ঐক্য চান ড. কামাল

ঢাকা, ৩০ জুলাই (জাস্ট নিউজ) : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সমাজ একটি গুরুতর রোগে আক্রান্ত। একে রোগমুক্ত করতে হলে- সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় গণফোরাম সভাপতি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘দেশে চলমান অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিজ নিজ অধিকার সম্বন্ধে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার অপব্যবহারকারীরা একতাকে ভয় পায়।

‘এই দেশকে অসভ্য দেশ হতে দেওয়া যাবে না। মেরে ফেলতে হবে আমাদের সবাইকে। সেটা সম্ভব না। ১৬ কোটি মানুষকে মেরে দেওয়া কারো পক্ষে সম্ভব না’, যোগ করেন ড. কামাল।

'আমরা সাধারণ জনগণ' এর ব্যানারে অনুষ্ঠানে অন্য বক্তারা ছয় দফা দাবিও তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে- সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, জনগণের ভোটাধিকার ও মানবাধিকার নিশ্চিত করা এবং যানজট নিরসন করা।

(জাস্ট নিউজ/একে/২১২০ঘ.)