খেলা শুরু, ১১ ওভারে ক্যারিবীয়দের লক্ষ্যমাত্রা ৯১

খেলা শুরু, ১১ ওভারে ক্যারিবীয়দের লক্ষ্যমাত্রা ৯১

ঢাকা, ১ আগস্ট (জাস্ট নিউজ) : বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। ম্যাচের ওভার কমিয়ে ১১ ওভার করা হয়েছে। ক্যারিবীয়দের সামনে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৯১।

বুধবার সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টির কারণে কাভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়।

মাহমুদউল্লাহ রিয়াদের ৩৫, লিটনের ২৪। অন্যদের ছোট ছোট সংগ্রহ। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কেজরিক উইলিয়ামস চার ওভারে ২৮ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন। এক ওভারে ছয় রান দিয়ে দুইট উইকেট শিকার করেছেন অ্যাশলে নার্স। এছাড়া কার্লোস ব্র্যাথওয়েট ২টি ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট শিকার করেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হবে বাংলাদেশের।

(জাস্ট নিউজ/এমআই/০৯৪৫ঘ.)