ক্লাস বর্জন করে শাহবাগে অবস্থান নেবে শিক্ষার্থীরা

বৃহস্পতিবার দুপুরের মধ্যে দাবি না মানলে ঢাকা অচলের হুমকি

বৃহস্পতিবার দুপুরের মধ্যে দাবি না মানলে ঢাকা অচলের হুমকি

ঢাকা, ১ আগস্ট (জাস্ট নিউজ) : আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে ৯ দফা বাস্তবায়ন এবং নৌমন্ত্রী শাজাহান খান ক্ষমা না চাইলে রাজধানী ঢাকা অচলের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার শাহবাগে অবরোধ ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীদের পক্ষে হাসিব হাসান নামে এ শিক্ষার্থী বলেন, আগামীকাল ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। এছাড়া শাহবাগেও অবস্থান নেবে শিক্ষার্থীরা। যদি দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি না মানা হয় তবে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে।

আরেক শিক্ষার্থী বলেন, বাংলাদেশের সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামে একটি গ্রুপ খোলা হবে। সেখানেই সব ঘোষণা দেওয়া হবে।

পরে প্রায় চার ঘণ্টা অবরোধ শেষে বিকালে শাহবাগ মোড় থেকে সরে যান শিক্ষার্থীরা। এসময় ফের গাড়ি চলাচল শুরু হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৬০৬ঘ.)