ভারতের বাইরে হতে পারে আইপিএল ২০১৯

ভারতের বাইরে হতে পারে আইপিএল ২০১৯

ঢাকা, ২ আগস্ট (জাস্ট নিউজ) : ভারতের জনপ্রিয় পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (আইপিএল) ২০১৯ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে দ্বন্দ্বে ভুগছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবারের আইপিএল ভারতের বাইরে কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে।

এর পেছনের কারণ একটিই- ২০১৯ সালে আইপিএলের সময় ভারতে চলবে সাধারণ নির্বাচন। আর নির্বাচনের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভারতে আইপিএল আয়োজন করতে অনিচ্ছুক এর গভর্নিং কাউন্সিল।

তা হলে কোথায় হতে পারে এবারের আইপিএল, বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও এর মধ্যে দক্ষিণ আফ্রিকা আইপিএল ২০১৯-এর ভেন্যু হতে আগ্রহ প্রকাশ করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড যদি আইপিএল দেশের বাইরে আয়োজন করতে চায়, তবে তারা দক্ষিণ আফ্রিকার কথা ভাবতে পারে বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

উল্লেখ্য, ২০০৯ সালের আইপিএলের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। সফলভাবেই তারা সম্পন্ন করেছিল আইপিএলের দ্বিতীয় আসর।

আর সে গল্প সামনে রেখেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরো বলেছেন, ‘আইপিএল যদি দক্ষিণ আফ্রিকায় আয়োজনের সিদ্ধান্ত হয়, আমাদের এখনকার সোজা উত্তর হচ্ছে- আমরা প্রস্তুত আছি। আমরা আইপিএল আয়োজন করতেই চাই।

বিসিসিআই অবশ্য পুরো আসর নয়, শুধু নির্বাচনের সময়টিই আইপিএলের কিছু ম্যাচ দেশের বাইরে আয়োজন করতে ইচ্ছুক। ভারত সরকারের নির্বাচনের তারিখ ঘোষণার ওপর তাকিয়ে আছে বিসিসিআই।

তবে ভারতীয় বোর্ড আইপিএল দক্ষিণ আফ্রিকা ছাড়াও দুবাইয়ের কথা ভাবছে। আইপিএলের স্টেডিয়ামের টিকিট বিক্রি থেকে আসা অর্থের লাভজনক দিক হয়তো এ সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে তাদের।

(জাস্ট নিউজ/এমআই/১১৩১ঘ.)