লাইসেন্স দেখিয়ে চলতে হচ্ছে পুলিশকেও

লাইসেন্স দেখিয়ে চলতে হচ্ছে পুলিশকেও

ঢাকা, ২ আগস্ট (জাস্ট নিউজ) : ট্রাফিক পুলিশ ও সার্জেন্ট অলস সময় কাটাচ্ছিলেন। কিন্তু আন্দোলরত শিক্ষার্থীরা তাদের কাজে টেনে আনলেন। শিক্ষার্থীরা কাগজপত্র বিহীন গাড়ি আটক করে সার্জেন্টের হাতে তুলে দিচ্ছেন। এরপর সার্জেন্ট একের পর এক অপরাধ অনুযায়ী মামলা ঠুকে দিচ্ছেন।

শাহবাগে একটি পুলিশের গাড়ি আটক করে শিক্ষার্থীরা। কাগজপত্র না পেয়ে তুলে দেন ট্রাফিক সার্জেন্টের হাতে।

পরে পুলিশের গাড়ির বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন দায়িত্বরত সার্জেন্ট। কাওরানে ডিএমপির লগো লাগানো একটি প্রাইভেটকারও শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে। কাগজপত্র না থাকায় গাড়িটিকে ঘিরে ভূয়া ভূয়া বলে চিৎকার করতে থাকে। এ সময় তারা শ্লোগান দেয় পুলিশ ছাত্র ভাই ভাই, শিক্ষার্থী হত্যার বিচার চাই। পরে এ গাড়ির বিরুদ্ধেও মামলা দেয় কর্তব্যরত সার্জেন্ট।

ওদিকে তাতী বাজার এলাকায় লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আটকে রাখা হয় এক অতিরিক্ত পিপির গাড়ী।

জানা যায়, এপ্রিলে লাইসেন্সের মেয়াদ শেষ। পরে সার্জেন্ট ডেকে এনে এ গাড়ির বিরুদ্ধেও মামলা করা হয়। শুধু তাই নয়, আজ শিক্ষার্থীরা নিজেই দেখিয়ে দিচ্ছেন সার্জেন্টের কাজ কি? এ নিয়ে অনেকেই প্রশংসা করছেন বিষয়টির।

(জাস্ট নিউজ/এমআই/১৪১৪ঘ.)