যখন নিরাপদ বোধ করব তখন বাস নামাব: এনায়েত উল্যাহ

যখন নিরাপদ বোধ করব তখন বাস নামাব: এনায়েত উল্যাহ

ঢাকা, ৩ আগস্ট (জাস্ট নিউজ) : বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ‘দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে আমরা সমর্থন করি। কিন্তু সড়কে আমাদের কোনো নিরাপত্তা নেই।’

এনায়েত উল্যাহ আরো বলেন, ‘আমরা যখন নিরাপদ বোধ করব তখন গাড়ি নামাব। তবে এটা আমাদের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়।’

শুক্রবার মহাখালী বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনায়েত উল্যাহ। তিনি দাবি করেন, ‘এ পর্যন্ত চার শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। সে জন্যই রাস্তায় যানবাহন নামছে না।’

এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা আইন মেনে গাড়ি চালাতে চালকদের নির্দেশ দিয়েছি। আইন অনুযায়ী দোষীদের শাস্তি আমরা মেনে নেব। নতুন আইনকে আমরা স্বাগত জানাই।’

শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে এনায়েত উল্যাহ তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

দুর্ঘটনায় নরহত্যার জন্য বাসচালক ও তাদের সহকারীদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধান রেখে যে সড়ক পরিবহন আইনের খসড়া করা হয়েছে, তার প্রতিবাদে আজ শুক্রবার সারাদেশে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশ কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিকরা।

গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর-উত্তরা রোডের জাবালে নূর পরিবহনের একটি বাস মিরপুর থেকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিল। এ সময় ফ্লাইওভারের শেষ দিকে, রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল একদল শিক্ষার্থী। বাসটি ফ্লাইওভার থেকে নেমেই দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় চারজন।

নিহতরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

ওই দুর্ঘটনার পর থেকে নিরাপদ সড়কের নিশ্চয়তাসহ দুর্ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

(জাস্ট নিউজ/একে/২০০২ঘ.)