শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান, পরীক্ষা করছেন লাইসেন্স

শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান, পরীক্ষা করছেন লাইসেন্স

ঢাকা, ৪ আগস্ট (জাস্ট নিউজ) : নিরাপদ সড়ক চাই দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টার আগে তারা সেখানে অবস্থান নিয়ে সড়কে চলাচলকারী যানবাহনের লাইসেন্স চেক করছেন।

সেখানে শহীদ সোহরাওয়ার্দী, হাবিবুল্লাহ বাহার ও সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স চেক করছেন। পুলিশকেও শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, সরকার তাদের ৯ দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত এমন কর্মসূচি অব্যাহত থাকবে। সড়কে কোনো অবৈধ যান চলতে দেয়া হবে না।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়।

এতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম নিহত হয়।

ঘটনার পরপরই শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এরপর থেকে সারাদেশে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

(জাস্ট নিউজ/জেআর/১২২৮ঘ.)