বৃষ্টি মাথায় আজও ফার্মগেটে শিক্ষার্থীদের অবস্থান

বৃষ্টি মাথায় আজও ফার্মগেটে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা, ৪ আগস্ট (জাস্ট নিউজ) : নিরাপদ সড়কের দাবিতে ৭ম দিনের মতো আজও বৃষ্টির মধ্যে রাজধানীর ফার্মগেটে অবস্থান নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টার দিকে ফার্মগেট মোড়ে তাদের অবস্থান নিতে দেখা যায়। ফার্মগেট মোড়ে অবস্থান নিয়েছে সরকারি বিজ্ঞান কলেজ, আইডিয়াল কমার্স কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এরপর থেকে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তারা যানবাহন ও চালকের লাইসেন্স তল্লাশি করছে। কোনো অনিয়ম পেলে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে মামলা করার জন্য। তারা ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।

(জাস্ট নিউজ/এমআই/১২৫০ঘ.)