এবার ধরা পিবিআই প্রধান, লাইসেন্স মেয়াদোত্তীর্ণ

এবার ধরা পিবিআই প্রধান, লাইসেন্স মেয়াদোত্তীর্ণ

ঢাকা, ৪ আগস্ট (জাস্ট নিউজ) : সরকারি গাড়ি নিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাচ্ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার। সেখানে ছাত্ররা তার গাড়িটি থামিয়ে চালকের লাইসেন্স দেখতে চায়। চালক লাইসেন্স দেখালেও সেটি ছিল মেয়াদোত্তীর্ণ। এ সময় গাড়িটি ঘিরে বিক্ষোভ করে আন্দোলনরতরা। পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে দিয়ে মামলা করানোর পর গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, পিবিআই প্রধানের গাড়ির চালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ছিল। প্রায় ২০ মিনিট গাড়িটি আটকে রাখার পর ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

আন্দোলনরত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিআইজি হাবিবের গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এমনকি গাড়ির চালক তার ড্রাইভিং লাইসেন্সও দেখাতে পারেননি।

(জাস্ট নিউজ/এমআই/১৪০০ঘ.)