ইউল্যাব শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইউল্যাব শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা, ৪ আগস্ট (জাস্ট নিউজ) : রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করছেন। তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন।

শুক্রবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর শিক্ষার্থীদের ওপর হামলা করে কয়েকজন যুবক। ওই ঘটনার প্রতিবাদে রাস্তার একপাশে দাঁড়িয়ে মানববন্ধন করছেন তারা। শনিবার বেলা সাড়ে ১১টার দিক থেকে তারা এ কর্মসূচি শুরু করে।

শুক্রবারের হামলার ঘটনার বিবরণ দিয়ে মাহমুদ সাদাত নামের ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, আমরা শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ইউল্যাবের বি ক্যাম্পাসের (৭ /এ) সামনে ‘নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করছিলাম। দুপুরের নামাজের পর আবার সেখানে যোগ দিই। এর মধ্যে স্কুল ইউনিফরম পরা কয়েকজন শিক্ষার্থী ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করছিল। তখন বেশ কিছু যুবক তাদের মারধর করতে শুরু করে। ওই শিক্ষার্থীদের ছাড়াতে গেলে ইউল্যাবের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ২০-৩০ জন যুবক। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ঢুকে যায়।’

ইউল্যাবের প্রক্টর মেহেদী রাজীব বলেন, ‘গতকালের বিষয়টি নিয়ে অবগত আছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইউল্যাব ছাড়াও স্টেট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নালন্দা স্কুলের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন।

(জাস্ট নিউজ/এমআই/১৪০৯ঘ.)